Search The Full Form

Enter here to find the full form of any sentence. Put yourself forward by increasing general knowledge.


শবে কদরের ফজিলত ও আমলের নিয়ম।

শবে কদরের ফজিলত ও আমলের নিয়ম।
শবে কদরের ফজিলত ও আমলের নিয়ম।

মাহে রমজানে শবে কদরের রাত ইসলামি শরীয়াত এর দিক ‍দিয়ে অনেক বড় । এ রাতে সূরা কদরের মাধ্যমে ইসলামি গ্রন্থ আল কুরআর নাজিল হয়েছে। এ রাতকে মহান আল্লাহ নিজেই হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষনা করেছে। এ রাতকে যে কাছে লাগাতে পারেনি আল্লাহর প্রিয় নবী তাকে বড় হতভাগা বলেছেন। উম্মতগন চাইলে এ রাতকে যথাযত ভাবে কাজে লাগাতে পারেন। এ রাতে প্রত্যেকটি আমল আল্লাহর দরবারে গ্রহিত হয় । এ রাতে কেবল কয়েক শ্রেনীর মানুষ ছাড়া বাকি সবার দোয়া কবুল হয়।

শবে কদদের নামাজের ‍নিয়ম।
শবে কদরে নফল নামাজ পড়া উত্তম ইবাদাত। নফল নামাজ সম্পর্কে তাফসিরে রুহুল বয়ানে উল্লেখ আছে, হযরত ইসমাইল হাক্কী (র) বলেছেন: বুজুর্গানে দ্বীনগন দশদিনের বেজোর রাতগুলোতে শবে কদরের নিয়তে নফল নামাজ পড়তেন।
প্রসিদ্ধ ফকিহ আবুল লাইস সমরকন্দী (র) বলেন: শবে কদরের নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতেহার পর সূরা কদর ও ‍তিনবার সূরা এখলাস পড়া উত্তম। প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফিরিয়ে দরুদ শরীফ পাঠ করা তারপর দুই রাকাত করে যে যত নিয়ত করবে তত রাকাত নফল নামাজ আদায় করে নওয়া।  ( তাফসিরে রুহুল বয়ান, ১০ খন্ড, ৪৮৩ পাতা।)
তবে প্রসিদ্ধমত হচ্ছে এশার নামাজের পর দুই রাকাত করে ১২ রাকাত নফল নামাজ পড়া । নফল নামাজ এশার নাশার নামাজের পর আদায় করা যাবে।

শবে কদর সম্পর্কিত সহিহ হাদিস। 

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (প্রতি) মাসের মধ্যবর্তী দশ দিন ই’তিকাফ করতেন। যখন বিংশতিতম রাত অতিবাহিত হওয়ার এবং একবিংশতিতম রাতের আগমনের সময় হত তিনি তাঁর ঘরে ফিরে আসতেন এবং তাঁর সঙ্গে যারা ই’তিকাফ করতেন তারাও ফিরে আসতেন। তারপর তিনি অন্য এক সাথে, যে মাসে ই’তিকাফ করেছিলেন ঐ রাতেও রয়ে গেলেন যে রাতে তিনি ঘরে ফিরে আসতেন এবং লোকদের সামনে খুতবা দিলেন। তাঁদেরকে আল্লাহর ইচ্ছানুযায়ী আদেশ করলেন। তারপর বললেন, আমি এই মধ্যবর্তী দশদিন ই’তিকাফ করতাম, পরে আমার কাছে প্রকাশ পেল যে, আমি এই শেষ দশ দিনেও ই’তিকাফ করি, অতএব জারা আমার সাথে গত মধ্যবর্তী দশদিন ই’তিকাফ করেছ তাঁরা স্বীয় ই’তিকাফের স্থানে স্থির থাকবে। আমি এই শবে কদরকে স্বপ্নে দেখেছিলাম কিন্তু আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে, অতএব তোমরা তা এই শেষ দশ রাতে প্রত্যেক বেজোড় রাতে তালাশ করো। স্বপ্নে আমাকে দেখলাম যে, আমি পানি এবং কাদার মধ্যে সিজদা করছি। আবূ সাঈদ (রাঃ)বলেন, আমাদের উপর একবিংশতিতম রাতে বৃষ্টি হল, বৃষ্টির পানি মসজিদে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সালাত আদায় করার জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেল। আমি তাঁর দিকে লক্ষ্য করলাম যে, তিনি ফজরের সালাত থেকে সালাম ফিরিয়ে নিয়েছেন, আর তাঁর চেহারা পানি ও কাদা দ্বারা আপ্লুত ছিল।


সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩৫৬  

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেনঃ যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে, তার পূর্বের গুনাহ্‌ ক্ষমা করে দেয়া হবে।

(৩৭, ৩৮, ১৯০১, ২০০৮, ২০০৯, ২০১৪; মুসলিম ২/২৫ হাঃ ৭৬০) (আধুনিক প্রকাশনীঃ ৩৪, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪)


সহিহ বুখারী, হাদিস নং ৩৫


‘উবাদাহ ইব্‌নু সামিত (রাঃ) থেকে বর্ণিতঃ:

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লায়লাতুল কদ্‌র সম্পর্কে জানানোর জন্য বের হলেন। তখন দু’জন মুসলমান বিবাদ করছিল। তিনি বললেনঃ আমি তোমাদের লাইলাতুল কদ্‌র সম্পর্কে জানানোর জন্য বেরিয়েছিলাম; কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা (লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান) উঠিয়ে নেয়া হয়েছে। আর হয়তো বা এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তোমরা তা অনুসন্ধান কর (রমযানের) ২৭, ২৯ ও ২৫ তম রাতে।

(২০২৩, ৬০৪৯) (আধুনিক প্রকাশনীঃ ৪৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৭)


সহিহ বুখারী, হাদিস নং ৪৯


ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ:

সাহাবীগণ আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট (তাঁদের দেখা ) স্বপ্নের বর্ণনা দিলেন। লাইলাতুল কদর রমযানের শেষ দশকের সপ্তম রাতে। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমি মনে করি যে, ( লাইলাতুল কদর শেষ দশকে হবার ব্যাপারে ) তোমাদের স্বপ্নগুলোর মধ্যে পরস্পর মিল রয়েছে। কাজেই যে ব্যক্তি লাইলাতুল কদ্‌রের অনুসন্ধান করতে চায় সে যেন তা শেয দশকে অনুসন্ধান করে।


সহিহ বুখারী, হাদিস নং ১১৫৮


ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ:

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমযানের শেষের সাত রাত্রে লাইলাতুল কদর দেখানো হয়। (এ শুনে) আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। (তোমাদের দেখা ও আমার দেখা) শেষ সাত দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ সাত রাতে সন্ধান করে।


সহিহ বুখারী, হাদিস নং ২০১৫


‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমযানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেনঃ তোমরা রমযানের শেষ দশকে [৩] লাইলাতুল কদর অনুসন্ধান কর।


ফুটনোটঃ
[৩] আল্লাহ তায়ালা কুরআনুল কারীমের সূরা ক্বদরে ঘোষণা করেছেন- লাইলাতুল ক্বদর হাজার মাসের (ইবাদাতের) চেয়েও উত্তম। সহীহ শুদ্ধ হাদীস থেকে জানা যায় যে, লাইলাতুল ক্বদর রমযানের শেষ দশ দিনের যে কোন বিজোড় রাত্রিতে হয়ে থাকে। বিভিন্ন সহীহ হাদীসে ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখে লাইলাতুল ক্বদর অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখিত আছে। হাদীসে এ কথাও উল্লেখিত আছে, যে কোন একটি নির্দিষ্ট বিজোড় রাত্রিতেই তা হয় না। (অর্থাৎ কোন বছরে ২৫ তারিখে হল, আবার কোন বছরে ২১ তারিখে হল এভাবে। আমাদের দেশে সরকারী আর বেসরকারীভাবে জাঁকজমকের সঙ্গে ২৭ তারিখের রাত্রিকে লাইলাতুল ক্বদরের রাত হিসেবে পালন করা হয়। এভাবে মাত্র একটি রাত্রিকে লাইলাতুল ক্বদর সাব্যস্ত করার কোনই হাদীস নাই। লাইলাতুল ক্বদরের সওয়াব পেতে চাইলে ৫টি বিজোড় রাত্রেই তালাশ করতে হবে।
বর্তমানে রাত্রি জাগরণের জন্য মসজিদে সকলে সমবেত হয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলের যে ব্যবস্থা করা হয়ে থাকে সেটিও নবাবিষ্কৃত কাজ। কারণ আল্লাহর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সময়ে সাহাবীদের নিয়ে মসজিদে জাগরিত হয়ে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ইবাদত না করে নিজ নিজ পরিবারকে জাগিয়ে কিয়ামুল লাইল পালন করতেন। 

সহিহ বুখারী, হাদিস নং ২০২০  

আবূ সা’ঈদ (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর সঙ্গে রমযানের মধ্যম দশকে ই’তিকাফ করি। তিনি বিশ তারিখের সকালে বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বললেনঃ আমাকে লাইলাতুল কদর (-এর সঠিক তারিখ) দেখানো হয়েছিল পরে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজোড় রাতে তার সন্ধান কর। আমি দেখতে পেয়েছি যে, আমি (ঐ রাতে) কাদা-পানিতে সিজদা করছি। অতএব যে ব্যক্তি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর সঙ্গে ই’তিকাফ করেছে সে যেন ফিরে আসে (মসজিদ হতে বের হয়ে না যায়)। আমরা সকলে ফিরে আসলাম (থেকে গেলাম)। আমরা আকাশে হাল্কা মেঘ খন্ডও দেখতে পাইনি। পরে মেঘ দেখা দিল ও এমন জোরে বৃষ্টি হলো যে, খেজুরের শাখায় তৈরী মসজিদের ছাদ দিয়ে পানি ঝরতে লাগল। সালাত শুরু করা হলে আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে কাদা-পানিতে সিজদা করতে দেখলাম। পরে তাঁর কপালে আমি কাদার চিহ্ন দেখতে পাই।


সহিহ বুখারী, হাদিস নং ২০১৬


‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ:

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, তোমরা (লাইলাতুল কদর) অনুসন্ধান কর।


সহিহ বুখারী, হাদিস নং ২০১৯


আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যাক্তি আল্লাহ তা’আলার উপর দূঢ় বিশ্বাস রেখে সওয়াবের নিয়তে তারাবীহ্‌র সালাত (নামায/নামাজ) আদায় করে, তার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আর যে ব্যক্তি আল্লাহ তা’আলার উপর দৃঢ় বিশ্বাস রেখে সওয়াবের নিয়তে কদরের রাত্রে জাগ্রত থাকে, তার পূর্বাপৃর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।


সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২২০৬


আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় রমাযান (রমজান) মাসে সিয়াম পালন করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় ‘ইবাদাতে রাত কাটাবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় লায়লাতুল কদরে ‘ইবাদাতে কাটাবে তারও আগের সব গুনাহ ক্ষমা করা হবে। (বুখারী, মুসলিম)[১]


ফুটনোটঃ
[১] সহীহ : বুখারী ৩৮, ১৮০২, ১৯১০, ২০১৪, মুসলিম ৭৬০, আবূ দাঊদ ১৩৭২, নাসায়ী ২২০৫, ইবনু মাজাহ ১৬৪১, ইবনু আবী শায়বাহ্ ৮৮৭৫, আহমাদ ৭১৭০, সহীহ ইবনু খুযায়মাহ্ ১৮৯৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৫০৬, সহীহ ইবনু হিববান ৩৪৩২। 

মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৯৫৮।


যির ইবনু হুবায়শ (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, আমি উবাই ইবনু কা‘বকে জিজ্ঞেস করলাম, আপনার (দীনী) ভাই ‘আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ বলেন, যে ব্যক্তি গোটা বছর ‘ইবাদাত করার জন্য রাত জাগরণ করবে, সে ‘কদর রজনী’ পাবে। উবাই ইবনু কা‘ব বললেন, আল্লাহ তা‘আলা ইবনু মাস‘ঊদ এর ওপর রহম করুন। তিনি এ কথাটা এজন্য বলেছেন, যেন মানুষ ভরসা করে বসে না থাকে। নতুবা তিনি তো জানেন যে, ‘কদর’ রমাযান (রমজান) মাসেই আসে। আর রমাযান (রমজান) মাসের শেষ দশ দিনের এক রাতে কদর রজনী হয়। সে রাতটা সাতাশতম রাত। এদিকে উবাই ইবনু কা‘ব কসম করেছেন এবং ‘ইনশা-আল্ল-হ’ বলা ছাড়াই বলেছেন, ‘নিঃসন্দেহে কদর রাত (রমাযানের) সাতাশতম রাত’। আমি আরয করলাম, হে আবূল মুনযির (উবাই-এর ডাক নাম)! কিসের ভিত্তিতে আপনি এ কথা বলেছেন? তিনি বললেন, ঐ আলামাত ও আয়াতের ভিত্তিতে, যা আমাদেরকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। (তিনি বলেছেন), ঐ রাতের সকালে সূর্য উদয় হবে, কিন্তু এতে কিরণ বা আলো থাকবে না। (মুসলিম)[১]


ফুটনোটঃ
[১] সহীহ : মুসলিম ৭৬২। 

মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০৮৮।


Share
Tweet
Pin
Share
No comment

Date of Eid Ul Fitr 2019

Date of Eid ul Fitr 2019 in Saudi Arabia.
Date of Eid ul Fitr 2019 in Saudi Arabia.



I started the article today with my greeting. I will tell you today at the Date of Eid ul Fitr 2019. Eid of Muslims is not according to any date. Muslims observe Eid al Fitr after 30 days of Ramadan. Eid-ul-Fitr 2019 is observed after performing Ramadan for 29 days. It depends on the Moon view. So before seeing Moon, nobody can say correctly when Eid ul-Fitr will be. Before fasting, for the maximum 30 and minimum 29 for fasting, it will be given two days before Eid ul Fitr 2019. If you read this article then you know the exact date of Eid ul Fitr 2019. 

People from all over the world try to follow Saudi Arabia. If you know when on how long Eid will be the Saudi Eid, then you can easily find the date of Eid in your country. In this article, you can learn about Saudi Arabia's Eid ul Fitr 2019. If you want to know the Dates of Eid ul Fitr 2019, then this article is for you.

Ramadan 2019 began in Saudi Arabia

06 May 2019

If fasting is 30, then the fasting will end on 04 June.
If fasting is 29, then the fasting will end on 03 June.

Eid ul Fitr is the day after the end of Ramadan.

Date of Eid Ul Fitr 2019

If fasting is 30 days, then the date of Eid ul-Fitr 2019 will be on June 4th.
If fasting is 29 days, then the date of Eid ul-Fitr 2019 will be on June 3rd.

So you know when Eid ul Fitr will be in 2019. Eid ul Fitr 2019 will be celebrated on 03th or 04th of June 2019.

500 + EID MUBARAK PHOTOS 

THE HISTORY OF RAMADAN

Eid Ul Fitr 2019 Gift idea
                   Money




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
If you wish, you can give money to your beloved people on the occasion of Eid ul-Fitr 2019. Eid's day is a lot of fun. If you give money to your beloved people on the occasion of Eid ul-Fitr 2019, then the joy of Eid will increase.



Food

If you give your closest people the right to the Eid ul-Fitr 2019 on the occasion of Eid-ul-Fitr 2019, then your Eid joy will increase. If you feed the poor people around you, then Allah will be very happy with you.

Islamic Books

On the occasion of Eid ul Fitr 2019, you can gift Islamic books to your beloved people. The book is the best gift. If it is an Islamic book then there is no word.

Jewelry

If you have any girlfriend, then you can give her jewelry on the occasion of Eid ul Fitr 2019. You can give your daughter, wife, mother or your sister a jewelry gift.

Travel

The journey may be one of Eid's gifts. If you take your beloved people to the journey, then maybe one of the gifts of Eid ul Fitr 2019.

I hope you got the Date of Eid ul Fitr 2109.



Share
Tweet
Pin
Share
2 comment

Bangladesh Army publishes notification of manpower recruitment This appointment notice has been published in various newspapers including online media. A total of 676 people will be appointed in 61 posts. All Bangladeshi citizens interested can apply.


Job Title

Accountants, Head Mechanic, Office Warehouse, Classifier, Surveys, Tailors, Wardrobes, Mensinst, Office Assistants, Mesh Waiter and Cleanliness staff will be appointed in various positions.

Number of posts

A total of 676 people will be appointed in different posts.

Qualifications

Graduate in any discipline from any recognized institution  high school / secondary / eighth grade / fifth class pass candidates can apply. Experience is needed for some positions. For application on January 31, 2019 at the age of candidates must be at least 18 to 30 years of age.
Salary

According to the National Salary Scale, 2015, different grades (13 to 20 th grade) will be given pay-allowances and other facilities for different positions.


The application process

Interested applicants will have to apply for four recent passport size color photographs, all educational and experience certificates, national ID card, birth certificate, nationality certificate and character certificates attached. In front of all posts, the address of the application to the right-hand column of the position is mentioned. Apart from this, the complete process of the application is mentioned in the notification.

Application deadline

Application deadline 6 February, 019

Source: Daily Bangladesh Daily, January 7, 019.

Details are shown below.

Share
Tweet
Pin
Share
No comment


Eid Mubarak to all.  Hope everyone is well. If you want to greet your favorite people on the occasion of the holy Eid, then that article is for you. From here you will get  Eid Mubarak  photos ‍ like your mind. With these pictures you can wish anybody. We have collected the best Eid Mubarak photos for you. Eid is the fun day of the Muslims. So this day everyone called Eid Mubarak.  Eid means happiness and Mubarak means welfare. These two words together Eid Mubarak. Muslims have two Eid a year. Their first Eid is Eid-ul Fitr, and the name of the Eid is Eid ul Azhah. They celebrate Eid Mubarak on Eid Day. All Muslims of the world celebrate Eid together.


Eid is the main religious event of the Muslims. On this day, exchange greetings with another Eid Card. Moreover, if you want to give some gift to some of your favorite people. Some gift ideas are given below for you.
Take a look at some of Eid Mubarak's pictures.

The history of Ramadan

If you want to download the picture, click and hold on the photo. Then you will get the download options.



eid mubarak
Eid Mubarak
eid mubarak
Eid Mubarak
eid mubarak
Eid Mubarak





eid mubarak
Eid Mubarak



eid mubarak
Eid Mubarak



eid mubarak
Eid Mubarak





eid mubarak
Eid Mubarak



eid mubarak
Eid Mubarak



eid mubarak
Eid Mubarak




eid mubarak
Eid Mubarak



eid mubarak
Eid Mubarak



eid mubarak
Eid Mubarak



eid mubarak
Eid Mubarak



Eid Mubarak
Eid Mubarak


eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak


eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak

eid mubarak
eid mubarak



Eid Mubarak
Eid Mubarak


download (1).jpgEid is a wonderful time to spend with your loved ones. This article will show you the best Eid presents to give.
Eid-al-Fitr or Eid is one of the two most important celebrations to Muslims, and it is also the favorite time of everybody. We wear beautiful clothes, enjoy amazing foods, gather to offer prayers, and visit our family and friends to give greetings. And do not forget Eid presents – a traditional custom on this special occasion. If you are still wondering what to give your loved ones, then here are a few items to consider.
1. Food
No matter where you come from, food plays a significant part in Eid traditions. Indeed, the feast is among the most looked parts of the occasion. Thus, preparing and giving your friends or family a tasty dish can be a great idea. Some popular options include dried fruits, chocolates, snacks, homemade sweets, or some traditional dishes in Muslim cultures


2. Money
Known as “Eidi” to many people, money is actually one of the most common presents for Eid. Most children are eager to wait for the day to visit their neighbors or relatives and collect Eid. At the end of the day, they would count the bounties to see who receive more, which relative is the most generous. Just make sure the amount is insignificant to help everybody have fun.
3. Clothes
Giving clothes as presents is another common tradition in Eid, although the designs and styles of the clothing can vary from region to region. In South Asian countries such as Bangladesh, Sri Lanka, Pakistan, or India, for example, women typically wear exotic anarkalis and salwars which are adorned with a lot of jewelry and beads. In Saudi Arabia, male adults often wear traditional thawb or thobe. Men in Malaysia put on baju melayu, while women wear baju kurung. If you want a safe bet, then a shawl or scarf can be a great option for Muslim women, while a good T-shirt is suitable for men.

4. Islamic Books
A brand-new Hadith or Quran book was given as an Eid present can be valuable to your Muslim friends or family members. Even though book presents are more commonly in elder members, children can also benefit from them since they are keen on stories and naturally curious about new things. Cultivating and educating their young minds with these historical stories will ensure they grow up and become a Muslim who is knowledgeable of the religion.

5. Jewelry
There is no better gift for Eid than jewelry. Depending on whom you are giving the gift to, you have various types of jewelry to choose from. From necklaces to earrings; jewelry is a great gift to show someone you care and it can compliment any look.

6. The bottom line
For most Muslims, Eid is as important as their anniversaries, birthdays, holidays. That’s why they want to give their family and friends the best present to show their love. With this list, we believe you can make an easier decision to celebrate the coming Eid Mubarak.

If you like the article, do not forget to let me know. I have more articles on this blog. Hope to read.
 Thanks for your read this article.
Eid Mubarak My dear visitor.

Share
Tweet
Pin
Share
1 comment
ramadan 2919
Ramadan 2019


Ramadan is of the worship of the Muslims. How did Ramadan begin? You will be surprised if you know the answer. There is a strange story behind the start of Ramadan. Which you do not believe. If you want to know the start of Ramadan, then you will have to read the article. It is learned that Muslims do what Ramadan has done and why it is done by reading the article. It also explains why Muslims are fasting for 30 days. Compulsory worship of the Muslims of Ramadan. Now tell me how Ramadan came. Then why Muslims say Ramadan is not consuming 30 days without eating.



Ramadan 2019 - The History of Ramadan - Be surprised.



*how Ramadan came


The main religious man of the Muslims is Muhammad (peace be upon him). He is the best Prophet of the Muslims. He traveled one day. He spent seventeen years in one night's journey. His journey was to God. He said such a thing to his companion. But many reasonable people do not mean it. They denied this tour of Prophet Muhammad (pbuh). If Muslims deny this tour they will not believe. If they do not believe, they will not accept spices. And during this journey, Allah gave some things of the Prophet صلى الله عليه وسلم, one of them is Ramadan. Ramadan was 365 days. But Allah has fixed 30 days by considering the Muslims. Thus Ramadan comes to Muslims. Then it was declared as the main religious worship of the Muslims. It is a sin if you do not fast after getting the age. If a Muslim is healthy and does not follow Ramadan, then he will go to hell. Science supports Ramadan. Because fasting is good for a few days. Thus Ramadan comes to Muslims. Ramadan is one of the reasons for the month is so important that  Quran was revealed in the month of Ramadan. Do you want to know why Muslims do Ramadan with so much importance? So keep reading the article.

The History of Romadan

One of the reasons for keeping Ramadan is because one habit is compatible with God. Because God does not eat and Muslims do not eat this month. On this basis there is a match between God and Ramadan. So Muslims give importance to Ramadan so much. Muslims have followed Ramadan for the filling buffer in the hungry people. Because many people suffer from not eating. The biggest reason is that they observe Ramadan to please God. Eid comes after 30 days of fasting. This Eid is Eid ul Fitr. Eid and Ramadan are one of the major religious acts of Muslims. The Muslims observe the world together with one another.
Fasting did not only compel the Ummah of Prophet Muhammad (peace be upon him), but it was the rule of fasting on all those before them. The great Rabbin Alamin started the process of fasting on the first day of human history by introducing the rule of fasting on our original father Hazrat Adam (A) and the rule of fasting was imposed on all the previous Prophets and Ummahs. In this regard, Allah Almighty said in the Holy Quran, O believers! Fasting has been prescribed for you, as it was prescribed for those before you. That you may be pious. (Surah Al-Baqarah, Ayat-183).

500+ Eid Mubarak Photos


*Because of performing Ramadan, it has been suggested from the Quran


1) O you who believe! Rulings are given to you, just as the provision has been given to those of you before, so that you may become pious. (Surah Al-Baqarah: 2: 183)
2) Fasting is certain days. If one of you is sick or on a tour, then this number will complete the number. It is the duty of those who suffer greatly, instead of feeding a needy person to Fidiya. If
anybody does good, then it is more beneficial for him. And fasting is better for you if you know it. (Surah Al-Baqarah 2: 184)
3) In the month of Ramadan, the Koran has become different in the direction of the people and the clear passages of truth and the truthfulness. Therefore, those of you who will be available this month will perform this month in this month, and if another person is sick or on a journey, the other time will be fulfilled. Whatever God does for you, which is easy for you and does not want you to be in trouble, because your number will be fulfilled and your guidance will be guided, and glorify Allah, and that you may be grateful. (Surah Baqarah 2: 185)
4) The night of fasting has made your wives legal for you. They are for you and you are also costly for them. Allaah knows that you used to betray yourself with yourselves, then he accepted your repentance and pardoned you, so join them now, and decide what Allah has set. And eat and drink until the white line of dawn becomes clear from the black line for you (night). Then complete the fast till the night. And do not associate with them in the mosque while i'tikaaf. These are the limits (of Allah), so do not draw near. In this way Allah makes clear the revelations of God in order that they may benefit. (Surah Al-Baqarah 2: 187)

*See what the Prophet Muhammad (peace be upon him) is saying about Ramadan.

*The Prophet (peace be upon him) said: Kafir, who left the fasting of Ramazan without any benefit. [Abu Yala, dalamali, fichus sunnah]
*Whoever releases a fasting this month without the permission of the Shari'ah, if he fast during the whole year, his sins will not be damned. [Bukhari Sharif]
* Hadith: Abu Hurairah said, "I heard the Messenger of Allah (s) who said that in the night of Ramadan with the belief and belief in the Tarabeeh's Prayer (prayer), all sins of his previous forgiveness were forgiven. (Bukhari, 1/338)
Thanks for reading the article. I hope this lecture helped to know about Ramadan.

Thanks For Read.

Share
Tweet
Pin
Share
No comment
Newer Posts
Older Posts

Pages

  • Home
  • Privacy Policy
  • Terms & Condition
  • Disclaimer
  • About us
  • Contact us

About Me

My photo
Adon R. Sin
সালাম সাবাইকে, আমি আদন রহমান সিন। একজন ছাত্র। পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই আমার। তবে এটা বলতে পারি আমি একজন মানুষ। আমার সম্পর্কে জানার আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ।
View my complete profile

Categories

  • Composition
  • Education
  • Eid Mubarak
  • Event.
  • FOOD
  • FULL FORM
  • Tour
  • best food

recent posts

Blog Archive

  • October 2019 (1)
  • September 2019 (4)
  • August 2019 (5)
  • July 2019 (2)
  • June 2019 (6)
  • May 2019 (6)
  • February 2019 (1)
  • December 2018 (4)
  • November 2018 (2)

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates